বরিশালের ২২ এসআইকে বদলী বরিশালের ২২ এসআইকে বদলী - ajkerparibartan.com
বরিশালের ২২ এসআইকে বদলী

3:31 pm , October 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ২২ জন ইন্সেপেক্টর অব পুলিশ বা পরিদর্শক (স্বশস্ত্র) কে বদলী করা হয়েছে। দেশের বিভিন্ন রেঞ্জ,মেট্টোপলিটন এলাকাসহ বিভিন্ন দপ্তরে এদের কে বদলী করা হয়েছে। এরা সদ্য পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। গত ২০ অক্টোবর ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশোনাল আইজি ড. মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী বিপিএম বার ও পারসোনাল ম্যানেজমেন্ট ২ এর এআইজি মোহাম্মদ আবদুল্লাহহীল বাকি যৌথ স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বদলী কৃতদের মধ্যে বরিশাল মেট্টোপলিটন পুলিশে কর্মরত এস আই নিজাম উদ্দিন চৌধূরীকে বরিশাল রেঞ্জে, বরগুনা জেলায় কর্মরত এসআই জাহাঙ্গীর হোসেনকে খুলণা রেঞ্জে, ভোলা জেলায় কর্মরত এসআই আবদুল মোতালেব মিয়াকে খুলনা রেঞ্জে, পিরোজপুর জেলায় কর্মরত এসআই আবদুল মজিদকে খুলনা রেঞ্জে, বিএমপিতে কর্মরত এসআই বকতিয়ার হোসেন মোল্লাকে ঢাকা রেঞ্জে, পটুয়াখালী জেলায় কর্মরত এসআই ওমর আলী হাওলাদার ও হুমাউন কবিরকে বরিশাল রেঞ্জে, বরিশাল জেলায় কর্মরত এসআই আবদুস সালামকে বরিশাল রেঞ্জে, বিএমপিতে কর্মরত এসআই আবদুল মালেক মিয়াকে ঢাকা রেঞ্জে, বরিশাল জেলায় কর্মরত এসআই সৈয়দ কামরুজ্জামানকে খুলনা রেঞ্জে, বিএনপিতে কর্মরত এসআই নেছার উদ্দিন তালুকদারকে ঢাকা রেঞ্জে, বরিশাল আরআরএফ থেকে প্রেষনে র‌্যাব ৬ এ কর্মরত এসআই নুরুজ্জামানকে কেএমপিতে, বরিশাল আরআরএফ এ কর্মরত এসআই ফারুক হোসেনকে কেএমপিতে, বরিশাল জেলায় কর্মরত এসআই আবদুল কাউয়ুম মোল্লাকে বিএমপিতে, বিএমপিতে কর্মরত এসআই জাকির হোসেনকে ঢাকা রেঞ্জে, পটুয়াখালী জেলায় কর্মরত এসআই আবদুল বারেককে বরিশাল রেঞ্জে, বরগুনা জেলায় কর্মরত এসআই মহিউদ্দিনকে খুলনা রেঞ্জে, বরিশাল আরআরএফ থেকে প্রেষনে র‌্যাব ৬ এ কর্মরত এসআই আবদুল হাইকে কেএমপিতে, বিএমপিতে কর্মরত এসআই মোস্তফা রহমানকে ঢাকা রেঞ্জে, বরিশাল আরআরএফ এ কর্মরত এসআই আবদুল মমিন সিকদারকে খুলনা রেঞ্জে এবং বরগুনা জেলায় কর্মরত বাবুল মিঞাকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে। আদশে বলা হয়েছে অবিলম্ভে এ আদেশ কার্যকর হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT