3:21 pm , October 21, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত করে সাবেক সাব-রেজিষ্টার মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আলী আকবর বরিশাল বিশেষ জজ আদালতে এ চার্জশীট জমা দেন। এর আগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বাদী হয়ে একটি মামলা করেন তিনি। অভিযোগপত্রে বলা হয়, সিরাজুল ইসলামের নামে মোট ৭৩ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া যায়। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নিজ নামে ও স্ত্রীর নামে মোট ৩ লাখ ৮৬ হাজার ৬৪২ টাকার আয়ের উৎস পাওয়া গেছে।