3:20 pm , October 21, 2020
প্রতিবেদক ॥ সদর উপজেলার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে এ হামলায় দুই পুলিশ কনষ্টেবল ও স্প্রীড বোর্ড চালক আহত হয়েছেন। তেঁতুলিয়া নদী সংলগ্ন সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন খালে ওই হামলার ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া নদী সংলগ্ন চন্দ্রমোহন ইউনিয়ন খালে অভিযান করা হয়। অভিযানে তিনি (ইউএনও), অতিরিক্ত পুলিশ কমিশনার জাকারিয়া জিকু, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত সহ বন্দর থানার ১০ সদস্যর পুলিশের একটি দল ছিল। তারা খাল থেকে কিছু সুতি জাল ও কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় খালের দুই তীর থেকে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ কনস্টেবল ও স্পীড বোটের চালক আহত হয়। ইউএনও আরো বলেন, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেলেরা এই হামলা চালিয়েছে। এই ঘটনায় মামলা করা হবে।