3:09 pm , October 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের উপর নির্বিচারে পুলিশী হামলার বিচারের দাবী সহ গ্রেফতারকৃত আন্দোলন নেতা জনার্দন দত্ত নান্টু, এফএ রসিদ, মিজানুর রহমান সহ ১৪ শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বাম গণতান্ত্রিক জোট সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, ট্রেড ইউনিয়ন নেতা এ্যাড, একে আজাদ, ডাঃ মনিষা চক্রবর্তী, দেওয়ান আঃ রসিদ নিলু, শাহ আজিজুর রহমান ও ইমরান হাবীব রুমন প্রমুখ। অবিলম্বে আটককৃত শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে দেশব্যাপি কঠোর আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে হুশিয়ারী দেন বক্তরারা। তারা আরো বলেন সরকার আজ ভারতকে খুশি রাখতে নিজের দেশের সোনালী আশের ২৫টি পাটকল বন্ধ করে দিয়েছে। ভারতের পাটকলের বাজার বাচিয়ে রাখতে দেশের পাটকলগুলো বন্ধ করার মাধ্যমে হাজার শ্রমিকদের বেকার করে দিচ্ছে শুধু মাত্র ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য।