প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতকারীর কারাদন্ড প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতকারীর কারাদন্ড - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতকারীর কারাদন্ড

3:02 pm , October 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জালকারীর কারাদন্ড দিয়েছে বরিশালের একটি আদালত। এছাড়াও ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। দন্ডিত রাসেল হাওলাদার উজিরপুর উপজেলার যোগীরকান্দা এলাকার মৃত আব্দুল গফুর হওলাদারের ছেলে। রায় ঘোষনার সময় সে পলাতক ছিল।
বেঞ্চ সহকারী ফেরদৌস আলম জানান, ২০১৭ সালের ২৮ জানুয়ারী উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি নির্দেশনা মোতাবেক মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়। এ সময় কমিটির সামনে রাসেল হাওলাদার তার বাবা মুক্তিযোদ্ধা দাবী করে বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করে। কাজগপত্র যাচাই বাছাইকালে আব্দুল গফুরের নামে ২০০১ সালের ১২ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দুইটি ভিন্ন ক্রমিকে সার্টিফিকেটের ফটোকপি পাওয়া যায়। কমিটির কাছে বিষয়টি জাল জালিয়াতির মাধ্যমে তৈরী করা বলে সন্দেহ হয়। এ ঘটনায় ২৯ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা উজিরপুর মডেল থানায় মামলা করেন। একই বছর ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৪২০ ধারায় ৩ বছর কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড, ৪৬৭ ধারায় ৩ বছর কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড এবং ৪৭১ ধারায় আরো ১ বছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন। তবে সকল সাজা একত্রে কার্যকর হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT