পণ্যবাহি নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু পণ্যবাহি নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু - ajkerparibartan.com
পণ্যবাহি নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু

2:59 pm , October 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ, খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ধর্মঘট দাবি পূরণের বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার আ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাসেম। তিনি জানান, সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা। এ লক্ষে আপাতত যাত্রীবাহি নৌযান এ কর্মসূচির বাহিরে রাখা হয়েছে। তবে সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট অর্থাৎ মঙ্গলবার থেকে সকল পণ্যবাহী নৌযান বন্ধ রেখেছে শ্রমিকরা। আর এটি শুধু বরিশালে নয় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে পণ্যবাহি নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলবে। তিনি জানান, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে সবধরণের পণ্যবাহি জাহাজের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। আর তারপরও আমাদের দাবি বাস্তবায়ন না করে জুলুম-নির্যাতন, হামলা-মামলা করা হলে যাত্রীবাহি নৌযান শ্রমিকরাও কর্মবিরতি শুরু করবে। শ্রমিকদের দাবি আদায়ের এ আন্দোলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতাও পোষন করেছে। এদিকে কর্মবিরতির আওতার বাহিরে থাকায় সকাল থেকে আভ্যন্তরীন রুটের নৌযানগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তাই সাধারন যাত্রীদের কোন রকম দূর্ভোগের শিকার হতে হয়নি। সকাল থেকে পল্টুনে অভ্যন্তরীন নৌরুটের যাত্রী ছিল ভীড়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT