নগরীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:20 pm , October 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ এয়ারপোর্ট থানা এলাকার চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত অভিযানে জরিমানা করেন সহকারি পরিচালক সুমি রাণী মিত্র। তাদের সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা জানিয়েছে, অবৈধপ্রক্রিয়ায় পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ের রাব্বি মেডিসিন কর্নার, শিপন হোটেল, মধুমিতা বেকারী ও রিফাত ষ্টোর থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT