3:17 pm , October 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রথম ও দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ চালুর দাবীতে মানববন্ধন করেছে ক্রিকেট খেলোয়াররা। এর জন্য জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি না থাকাকে দায়ী করেছেন মানববন্ধনকারীরা। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেছেন করোনার কারনে কমিটি গঠন পিছিয়েছে। এটি দ্রুত সম্পন্ন করার কথা বলেন তিনি। সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের সামনে বরিশালের সর্বস্তরের সকল ক্রিকেটারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারী ক্রিকেট খেলোয়াররা জানান, গত ৪ থেকে ৫ বছর ধরে বরিশালে প্রথম ও দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াররা। এই কারনে দক্ষতা উন্নয়ন করতে পারছেন না তারা। ফলে তাদের জাতীয় দলের খেলার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। বরিশাল থেকে তৈরী হচ্ছেনা জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াররা। এই অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি না থাকায় জেলা স্টেডিয়ামে কোনো খেলাধুলার আয়োজন হচ্ছে না বলে দাবী করেন তারা। এই ব্যাপারে স্থানীয় বিভিন্ন দলের কোচরাও ক্রিকেটারদের সাথে একাত্মতা পোষন করেছেন। মানববন্ধন কর্মসূচীতে ক্রিকেট প্রশিক্ষক এজাজ আহম্মেদ সুজন, প্রথম বিভাগের ক্রিকেটার সচি চৌধুরীসহ বরিশাল জেলার বিভিন্ন ক্লাবের কয়েকশত ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। এদিকে বরিশালের জেলা প্রশাসক ও পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম অজিয়র রহমান জানান, করোনার কারনে কমিটি গঠন বাঁধাগ্রস্থ হয়েছে। এটি করার চেষ্টা চলছে। অচিরেই কমিটি আলোর মুখ দেখবে বলে তিনি জানান। উল্লেখ্য, বরিশালে ছোট-বড় ৬২টি ক্রিকেট ক্লাব রয়েছে। এসব ক্লাবে মোট খেলোয়ারের সংখ্যা প্রায় ১ হাজার।