কাউনিয়া থানা এলাকার মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কাউনিয়া থানা এলাকার মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় - ajkerparibartan.com
কাউনিয়া থানা এলাকার মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

3:14 pm , October 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ কাউনিয়া থানা এলাকার পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) (উত্তর) মো. খাইরুল আলম। গতকাল সোমবার কাউনিয়া থানায় এ সভা হয়।
থানার ওসি আজিমুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার মাসুদ রানা, কাউনিয়া থানার আওতাধীন ১৩ টি পূজামন্ডপের নের্তৃবৃন্দ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, করোনার কারনে এবার মন্ডপে স্থায়ীভাবে পুলিশ মোতায়েন থাকবে না। তবে টহল টিম ও সাদা পোষাকের দল থাকবে। পূজা মন্ডপে আলাদা পোষাকধারী স্বেচ্ছাসেবক রাখতে হবে। মন্ডপে একসাথে ২০ জনের বেশী অবস্থান করা যাবেনা। মন্ডপে প্রবেশ এবং বের হওয়ার পথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে। কোন রকম পটকা বা আতশবাজি ফোটানো যাবেনা। মাস্ক ছাড়া মন্ডপে প্রবেশ করতে দেয়া হবে না। মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র ও বিশুদ্ধ পানি রাখতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT