মঠবাড়িয়ায় বেহাল সড়ক নির্মাণের দাবীতে পদযাত্রা মঠবাড়িয়ায় বেহাল সড়ক নির্মাণের দাবীতে পদযাত্রা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় বেহাল সড়ক নির্মাণের দাবীতে পদযাত্রা

2:48 pm , October 18, 2020

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ার পৌরশহরের থানাপাড়া থেকে বহেরাতলার প্রায় দেড় কিলোমিটার বেহাল সড়ক দ্রুত নির্মাণ ও ৩০ ফুট চওড়া করণের দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ পদযাত্রায় সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পাঠাগার আন্দোলন কর্মীসহ ভূক্তভোগি পৌরবাসি অংশ নেন।
পদযাত্রা শেষে জেলা প্রশাসক, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। শেষে শহীদ মিনার সম্মূখ সড়কে সমাবেশে প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য দেন, উদীচীর সভাপতি শিবু সাওজাল, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, ওয়ার্কার্স পার্টি নেতা খোকন হাওলাদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, নিজামুল কবীর মিরাজ, আব্দুল হালিম দুলাল, আবুল কালাম আজাদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার প্রধান সড়ক থানাপাড়া-বহেরাতলা দেড় কিলো মিটার জুড়ে গত ১৫ বছর ধরে চরম বেহাল অবস্থা বিরাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন এ সড়কে নকশায় ৩৬ ফুট হলেও দুই পাশে নানা স্থাপনা গড়ে সড়কের জমি বেদখল হওয়ায় সড়কটি অপ্রশস্ত হয়ে পড়েছে। এছাড়া সড়কের দুই পাশে কোনও ফুটপাত না থাকায় পথচারিরা ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্তমানে সড়কে শত শত খানাখন্দ ও জলকাদায় পরিপূর্ণ অবস্থা বিরাজ করায় পৌরবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT