2:43 pm , October 18, 2020
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম উন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটলেন ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার সকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্নাঢ্য শোভা যাত্রা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের কালো রাত্রীতে জাতীর জনক বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে নিষ্পাপ শিশু রাসেলকেও ঠা-া মাথায় খুন করা হয়েছিলো। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধীকার নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ ও শুভ বুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী প্রমূখ।