2:39 pm , October 18, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ অবৈধভাবে কার্তুজ রাখার দায়ে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হল তত্ত্বাবধায়ককে (হোষ্টেল সুপার) ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার বরিশালের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনারের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডিত হেলাল উদ্দিন আকন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি হুমাউন কবির জানান, ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে হেলাল উদ্দিনকে নগরীর হাতেম আলী কলেজের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় তার সাথে থাকা ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির তিনি কোন বৈধ কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় ওইদিনই ডিবির এসআই আহসান কবির কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরে ২৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই কামাল হোসেন একমাত্র হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক ওই সাজা দেন।