‘দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের মজুদ রয়েছে’- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ‘দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের মজুদ রয়েছে’- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব - ajkerparibartan.com
‘দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের মজুদ রয়েছে’- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

2:38 pm , October 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি-২) এএইচএম সফিকুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। একটি মহল গুজব ছড়ানোর মাধ্যমে দেশের বাজার অস্থিতিশীল করতে কাজ করছে। আমরা গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনি। ব্যবসায়ীদের প্রতি আহ্বান রইলো, আপনারা কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। এমনকি অধিক দামে পণ্য বিক্রি করবেন না, সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করুন, না হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এসময় তিনি বর্তমান আলু এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, বরিশাল ক্যাবের প্রতিনিধি রনজিৎ দত্ত, বরিশাল মহানগরীর বিভিন্ন বাজার কমিটির সভা, আড়তদার ব্যবসায়ী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ অন্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT