3:21 pm , October 17, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনায় ফ্রন্ট লাইনে থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে থেকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করায় বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ শামীম আহম্মদকে রোটারী ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে বরিশাল নগরীর বান্দ রোডে অভিজাত গ্রান্ডপার্ক হোটেলে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মামুন সিকদার বলেন, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে ঝালকাঠি, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এবং মুলাদী উপজেলার সেলিমপুরসহ বিভিন্ন এলাকার ৬৫ হাজার পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তাসহ নানাবিধ সহায়তা প্রদান করে আসছেন শামীম আহমেদ। বর্তমানে তিনশ জেলে পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করছেন তিনি। তার এ মানবিকতার জন্য ঝালকাঠি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট, ঝালকাঠি উদ্বোধন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, ঢাকা মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি সাবিহা কেমিক্যাল কোম্পানীর ম্যানেজিং ডারেক্টর (এমডি) এবং বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শামীম আহমদকে রোটারী ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। এ সময় রোটারী ক্লাবের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন রোটারীয়ানরা।