নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন - ajkerparibartan.com
নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

3:15 pm , October 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্ষন, নারী নির্যাতন, হত্যা, গুম প্রতিরোধে বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শনিবার সকালে নগরীর বিবির পুকুর পাড়ে সদর রোডে মানববন্ধন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি। মানববন্ধনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস উপস্থিত ছিলেন। অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে আগরপুর রোডে মানববন্ধন করে মহিলা দল। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন। এসময় বক্তারা নারী নির্যাতন ও ধর্ষন বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এছাড়াও একই দাবী?তে নগর ভব?নের সাম?নে মানববন্ধন ক?রে?ছে মহানগর মহিলা দল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT