ধর্মীয়, নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষাও সন্তানদের দিতে হবে -ডিআইজি ধর্মীয়, নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষাও সন্তানদের দিতে হবে -ডিআইজি - ajkerparibartan.com
ধর্মীয়, নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষাও সন্তানদের দিতে হবে -ডিআইজি

3:12 pm , October 17, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, ধর্মীয়, নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষাও সন্তানদের দিতে হবে। তা হলে ধর্ষণ ও নারী নির্যাতনসহ অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন মাদক, সন্ত্রাস, দূর্নীতি ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে হলে জনপ্রতিনিধি, আইনজীবী, ইমাম, শিক্ষক ও সাংবাদিক সহ সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শনিবার বানারীপাড়া পৌর সভার ৯নং ওয়ার্ড জামে মসজিদ প্রাঙ্গনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এ কথা বলেন। বিট পুলিশং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি শ্লোগান নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওসি মো. হেলালউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ। উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমতউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহীদুজ্জামান দুলাল, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT