12:47 pm , October 16, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক বানারীপাড়ার বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতা’র (কুমুদা) স্মৃতি স্তম্ভ ও সমাধিস্থল ভাঙার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তের নামে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া উপজেলায় ওই ঘটনা ঘটে। তবে স্মৃতি স্তম্ভ ভাঙা হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। তিনি জানান, মডেল মসজিদের নির্মাণ কাজ করার জন্য সড়ক সংস্কার করতে গিয়ে শ্রমিকরা ভুলবশত একটি অংশের দেয়াল ভেঙে ফেলে। আমরা বিষয়টি দেখেছি পাশাপাশি ভাঙা অংশটুকু সংস্কার ও স্মৃতি স্তম্ভের আধুনিকায়ন করা হবে। এ দিকে ঘটনাকে ভিন্ন খাতে নেয়া এবং উন্নয়ন কাজের ব্যঘাত ও বাধা গ্রস্ত করার জন্য একটি মহল পায়তারা চালাচ্ছে।