12:43 pm , October 16, 2020

রজাপুর প্রতিনিধি ॥ রাজাপুরে আইরিন আক্তার কবিতা (২০) নামে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতেই কবিতার বাবা মোঃ ইউনুস ভূইয়া বাদী হয়ে কবিতার স্বামী মিরাজ আকন (২২) কে আসামি করে থানা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মিরাজকে গ্রেফতার করেছে। রাত সাড়ে ৯টয় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। আইরিন আক্তার কবিতা উপজেলার হাইলাকাঠি গ্রামের মোঃ মিরাজ আকন এর স্ত্রী ও একই গ্রামের মোঃ ইউনুস ভূইয়ার কন্যা। মামলা সূত্রে জানাগেছে, দুই বছর পূর্বে একই গ্রামের আব্দুস ছালাম আকন এর বড় পুত্র মিরাজ আকন এর সাথে কবিতার বিবাহ হয়। তাদের দাম্পত্তজীবনে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। কবিতা তার বাবার বাড়িতে বেড়াতে আসবে এ নিয়ে কবিতার সাথে তার স্বামীর বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনের কবিতার অসুস্থ্যতার খবর তার বাবার বাড়ির লোকজন জানায়। বাবার বাড়ির লোকজন ঘটনা স্থলে গিয়ে উপস্থিত লোকজনের কাছে কবিতাকে তার স্বামী মারধর করেছে বলে জানতে পারে। এ সময় কবিতা অজ্ঞান ছিল। অজ্ঞান অবস্থায় কবিতাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মোঃ আবুল খায়ের মাহমুদ বলেন, কবিতাকে মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তবে তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে কবিতার দেহে কোন দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মামলার আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।