৭ মাস পর খুলল সিনেমা হল : দর্শক ১০ জন ৭ মাস পর খুলল সিনেমা হল : দর্শক ১০ জন - ajkerparibartan.com
৭ মাস পর খুলল সিনেমা হল : দর্শক ১০ জন

12:35 pm , October 16, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ৭ মাস পর খুলেছে বরিশালের চলচিত্র বিনোদনের একমাত্র প্রেক্ষাগৃহ অভিরুচি সিনেমা হল। বৈশ্বিক কোভিড-১৯ করোনাকালীন সময় দেশব্যাপি সকল চলচিত্র প্রদর্শনের সিনেমা হল চলার মাধ্যমে সাধারন জনগণের স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পাওয়ার আশংকায় সরকারের নির্দেশে তথ্য মন্ত্রনালয় সিনেমা হলে চলচিত্র পদর্শণ বন্ধ করে দেয়। তবে বন্ধের আগে প্রদর্শিত বাংলার সুপার স্টার হিরো শাকিব খানের শাহেন শাহ ছবি দিয়েই ফের সিনেমা হলটি চালু হলো। যার কারণে ৯শ সিটের সিনেমা হলে শুক্রবার ১ম শোতে দর্শক ছিল মাত্র ১০ জন। অভিরুচি প্রেক্ষাগ্রহের ম্যানেজার সৈয়দ রেজাউল কবীর বলেন, ৭ মাস হল বন্ধ থাকার কারণে হলের সাধারন কর্মচারীরা আর্থিক অনটনের মধ্যে মানবতার জীবন যাপন করেছে। সিনেমা হলের কোন কর্মচারী সরকারীভাবে কারো কাছ থেকে কোন ধরনের সাহায্য সহযোগীতা পায়নি। এছাড়া আমরা সিনেমা হলে দর্শকদের প্রবেশকালীন সময় আমাদের নিজস্ব অর্থায়নে মাক্স বিহীন দর্শকদের মাক্স দিয়ে প্রবেশ করিয়েছে। একই সময় করোনা ঝুকি এড়াতে জিবানুনাশক ¯েপ্র ছিটানোসহ সকল ধরনের পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। রেজাউল কবীর আরো বলেন, বর্তমানে চলচিত্রের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকার কারণে নতুন কোন ছবি নির্মান না হওয়ায় পুরানো ছবি দিয়ে হল চালু করা হচ্ছে। যার কারণে প্রথম শোতে দর্শক এসেছে মাত্র ১০ জন। যার কারণে ৮৯০ সিটই খালি ছিল। অভিরুচি প্রেক্ষাগ্রহের সত্তাধিকারী এবায়েদুল হক চান বলেন, এই ৭ মাস কিছু কিছু স্টাফকে বেতন দিতে হয়েছে। আর কেউ কেউ ছুটিতে ছিল। এখন খুললেও নতুন কোন ছবি পাওয়া যায়নি। আশা করছি আগামী সপ্তাহে নতুন সিনেমা আসছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT