চরফ্যাসনে পুকুরে ডুবে শিক্ষক দম্পত্তির শিশু ছেলের মৃত্যু চরফ্যাসনে পুকুরে ডুবে শিক্ষক দম্পত্তির শিশু ছেলের মৃত্যু - ajkerparibartan.com
চরফ্যাসনে পুকুরে ডুবে শিক্ষক দম্পত্তির শিশু ছেলের মৃত্যু

3:38 pm , October 15, 2020

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পুকুরে পড়ে শিক্ষক দম্পত্তির আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জমাদার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো. নুহান জমাদার বাড়ীর বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমান ওমরাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিশুর মা নাসরিন মা জিন্নাগড় মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা
প্রতিবেশীরা জানান, নুহান সকাল সাড়ে ১০ টায় খেলার ছলে পানিতে পড়ে যায়। তার সন্ধান না পেয়ে বিভিন্নস্থানে খোঁজ করা হয়। পরে বাড়ীর পুকুরের কাছে গিয়ে দেখতে পায় শিশু নুহানের দেহ পানিতে ভেসে উঠেছে। তাৎক্ষণিক শিশুটিকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুহানকে মৃত ঘোষনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT