বিভাগে ৪৮ ঘন্টায় ৩৬ জনের করোনা শণাক্ত বিভাগে ৪৮ ঘন্টায় ৩৬ জনের করোনা শণাক্ত - ajkerparibartan.com
বিভাগে ৪৮ ঘন্টায় ৩৬ জনের করোনা শণাক্ত

3:37 pm , October 15, 2020

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় আরো ৩৬ জন করোনা সংক্রমণের শিকার হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯৭ জনে উন্নীত হল। তবে এ সময় কোন মৃত্যু সংবাদ না থাকলেও স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবানুযায়ী সুস্থ হয়ে উঠেছেন আরো ৪৫ জন সহ সর্বমোট ৮ হাজার ২৭ জন। সুস্থতার হার ৯৩.৩৭%। দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৪ জনের। মৃত্যুহার ২.০২%। দক্ষিণাঞ্চলে করোনা নমুনা পরিক্ষার সংখ্যার তেমন কোন উন্নতি ঘটেনি। বরিশাল ও ভোলার দুটি পিসিআর ল্যাবে নির্ধারিত ক্ষমতার অর্ধেক নমুনাও সংগ্রহ ও পরিক্ষা হচ্ছেনা। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭ জনের নমুনা পরিক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে ভোলার ল্যাবে মাত্র ২৪ জনের নমুনা পরিক্ষায় ৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে সনাক্তের গড় হার এখনো ১৭.১৮%। শের এ বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে ৯জন চিকিৎসাধীন ছিলেন। এসময়ে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে আরো ১৫ জন ছাড়াও আইসিইউ’তে আরো ৫জন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্ত ৩৬ জনের মধ্যে করোনার হটস্পট বরিশালেই আক্রান্ত ১৯জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩,৬৫২জনে। এপর্যন্ত মারা গেছেন ৭১জন। আর পুরো জেলার আক্রান্ত ও মৃতদের প্রায় ৮০ ভাগই বরিশাল মহানগরীতে। কিন্তু এ জেলা ও মহানগরীতে করোনা প্রতিরোধে নুন্যতম কোন পদক্ষেপ নেই। স্বাস্থ্যবিধি অনুসরনের কোন বালাই নেই এ নগরীতে। গত ৪৮ ঘন্টায় পটুয়াখালীতে আরো ৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১,৪৬২জনে। মারা গেছেন ৩৭ জন। ভোলাতেও আরো ৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭৫০ জনে উন্নীত হয়েছে। মৃতের সংখ্যা ৬ জনই রয়েছে। পিরোজপুরে এসময়ে নতুনকরে ১ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যাটা দাড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এপর্যন্ত মারা গেছেন ২৪ জন। বরগুনাতে এসময়ে নতুন ৩জন আক্রান্তের ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৯২১ জনে। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ১৯জন। ঝালকাঠীতেও নতুন করে ১ জন আক্রান্ত হওয়ায় মোট সংখ্যাটা ৭১৭’তে উন্নীত হয়েছে। ছোট এ জেলাটিতে মারা গেছেন ১৬ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT