নারী নির্যাতন প্রতিরোধে গঠিত প্লাটফর্মের সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধে গঠিত প্লাটফর্মের সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
নারী নির্যাতন প্রতিরোধে গঠিত প্লাটফর্মের সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত

3:34 pm , October 15, 2020

“নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশাল সদর উপজেলায় প্লাটফরম সদস্যদের ত্রৈমাসিক শেয়ারিং সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আভাস প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক শরীফ তাছলিমা কালাম পলি। সভা পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা নাসরিন খানম। সভায় উপস্থিত ছিলেন আভাসের প্রোগ্রাম ডিরেক্টর এসএম সিরাজুল ইসলাম, মনিটরিং কো-অর্ডিনেটর মো. আলী আহসান, প্রোগ্রাম অর্গানাইজার ময়ুরী আক্তার টুম্পা এবং নাহার আক্তার। ইউএসএআইডি ও ইউকেএইড’র অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় বেসরকারী সংস্থা আভাস এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় সদস্যবৃন্দ গত তিন মাসে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতিসহ বরিশালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর মাধ্যমে কোথায় ঘাটতি রয়েছে তা খুজেঁ বের করে আগামী তিন মাস (অক্টোবর থেকে ডিসেম্বর) কিভাবে ও কোথায় কাজ করতে হবে বাস্তব উপযোগী কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এছাড়াও সভায় অংশগ্রহণকারী সকল সদস্য বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT