3:30 pm , October 15, 2020
প্রতিবেদক ॥ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুল হাসান সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেয় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ইউনিসেফ’র বিভাগীয় সমন্বয়ক এএইচ তৌফিক আহাম্মেদ প্রমুখ। পরে সরকারি শিশু পরিবারে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।