মা ইলিশ রক্ষায় অভিযানে গত ২৪ ঘন্টায় তিন জেলেকে জরিমানা মা ইলিশ রক্ষায় অভিযানে গত ২৪ ঘন্টায় তিন জেলেকে জরিমানা - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষায় অভিযানে গত ২৪ ঘন্টায় তিন জেলেকে জরিমানা

3:30 pm , October 15, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে শিকারের দায়ে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত তিন জনকে জরিমানা করেছে। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ পৃথকভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে ওই জরিমানা করেন। এছাড়াও উদ্ধারকৃত প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৫ উপজেলায় পৃথক পাঁচটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে তিনটি মামলায় তিন আসামীর কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৯৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুই অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৩ হাজার মিটার কারেন্ট জালসহ একজনকে আটক করা হয়। কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও আটক একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। হিজলা উপজেলায় পরিচালিত অভিযানে ৯০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ফেলা হয়েছে। একইভাবে বাবুগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে উদ্ধারকৃত এক হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT