কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩ জনকে জরিমানা কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩ জনকে জরিমানা - ajkerparibartan.com
কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩ জনকে জরিমানা

2:46 pm , October 14, 2020

কুয়াকাটা প্রতিবেদক ॥ পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতির চরে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মা-ইলিশ ধরায় ০৩ জন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৪ ই অক্টোবর (বুধবার) সকাল ১০ টার দিকে মহিপুর থানার আওতাধীন কুয়াকাটা ও গঙ্গামতি চর এলাকায় কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলে’র নেতৃত্বে অভিযান পরিচালিত করা হয়। উক্ত অভিযানে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ধারা লংঘন ৫ (১) অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ ফেরদৌস ফরাজী, মোঃ সোহাগ খলিফা ও মো. সাইফুল ইসলাম কে এই জরিমানা করা হয়।কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোঃ মাহমুদ হোসেন মোল্লা বলেন, মঙ্গলবার সকাল থেকে মহিপুর, আলিপুর, কুয়াকাটা, গঙ্গামতি, চাড়িপাড়াসহ উপকূলের বিভিন্ন স্থানে নৌ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমুদ্রে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম থাকবে। এ সময় উপকূলের নদ-নদী এবং বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে গত এক সপ্তাহ ধরে প্রচারণা চালানো হয়েছে। ইলিশের প্রজনন সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত করা আইনত দন্ডনীয় অপরাধ। এ সময় যদি কেউ আইন অমান্য করে তাঁকে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাইবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT