মাদক সংশ্লিষ্টতা পেলে মামলা ও চাকুরিচ্যুত করা হবে – পুলিশ কমিশনার মাদক সংশ্লিষ্টতা পেলে মামলা ও চাকুরিচ্যুত করা হবে - পুলিশ কমিশনার - ajkerparibartan.com
মাদক সংশ্লিষ্টতা পেলে মামলা ও চাকুরিচ্যুত করা হবে – পুলিশ কমিশনার

2:42 pm , October 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ডোপ টেষ্টে কোন পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে মামলা ও চাকুরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গতকাল বুধবার মহানগর পুলিশের মাসিক কল্যান সভায় এ কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি মহানগর পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোন পুলিশ সদস্যের আচরন যেন খবরের কাগজের শিরোনাম না হয়। প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে। পেশার বাইরে দুরভিসন্ধিমূলকভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না। এ বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে হবে। জেলা পুলিশের ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম (সেবা), উপ -পুলিশ কমিশনার ( ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক , উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়। মাসিক কল্যাণ সভা অনুষ্ঠান সঞ্চলনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর স্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT