বিসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন বিসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন - ajkerparibartan.com
বিসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন

2:41 pm , October 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে এসেছেন মোঃ হেমায়েত উদ্দিন (উপ সচিব)। তিনি বর্তমানে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসাবে কর্মরত আছেন। গতকাল বিকেলে জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রেষন ১ অধিশাখার উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসাবে বদলী ও পদায়ন করা হয়। তবে গতকাল পর্যন্ত বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনকে বদলীর কোন আদেশ জারি করা হয় নি। যদিও কয়েক মাস আগে তাকে খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে বদলী করা হয়েছিলো। কিন্তু করোনার কারনে তা সাময়িক স্থগিত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT