2:41 pm , October 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ভারতীয় জনপ্রিয় মোটর সাইকেল ব্র্যান্ড টিভিএস এর ডিলার পয়েন্ট ও শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় এ পয়েন্ট ও শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। আল-বারাকা ট্রেডার্স এর পরিচালনায় পরিচালিত হবে এ পয়েন্টটি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন জমাদ্দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু সালেহ মো. রায়হান, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ভাইস প্রেসিডেন্ট মির্জা মোজাম্মেল হোসাইন, মেঘনা ব্যাংক এর ব্যবস্থাপক শফিকুর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন আল-বারাকা ট্রেডার্স এর স্বত্তাধিকারী রাজু আহম্মেদ। তিনি জানান, টিভিএস মোটরস বাংলাদেশ এর অনুমোদিত ডিলার পয়েন্ট ও শোরুম এটি। ক্রেতাদের জন্য সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে ডিলার পয়েন্টটি এখন থেকে উন্মুক্ত থাকবে।