3:01 pm , October 13, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে গত ৪৮ ঘন্টায় আরো ৪২ জন করোনা সংক্রমনের শিকার হলেও এ সময়ে কোন মৃত্যু সংবাদ ছিল না। তবে নমুনা পরীক্ষার সংখ্যা দক্ষিণাঞ্চলে এখনো আশানুরূপ নয়। ফলে প্রকৃত করোনা সংক্রমনের সংখ্যা নির্ণয় সম্ভব হচ্ছে না বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞগন। তবে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৪২ জন সহ ৭ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৬১ জন। দক্ষিণাঞ্চলে সুস্থতার হার ৯৩.২৪%। এ অঞ্চলের ৬ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৪ জন। মৃত্যুহার ২.০৩%।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ১১ অক্টোবর মাত্র ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। পরের দিন সংখ্যাটা ১৫২’তে উন্নীত হওয়ায় সনাক্তের সংখ্যা দাড়ায় ২০ জনে। কিন্তু মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা ১২২ জনে হ্রাস পেলেও ২২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। ভোলাতে নমুনা পরীক্ষার সংখ্যা আরো খারাপ। গত ১১ অক্টোবর সেখানে ৫ জনের নমুনা পরীক্ষায় একজনের, পরের দিন ১৭ জনে মধ্যে ১ জনের ও মঙ্গলবার ১৬ জনের নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ সনাক্তের হার ছিল ১৭.২০%। যা গত ১১ সেপ্টেম্বর ছিল ১৮.৩১%।
গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্তদের মধ্যে বরিশালের সংখ্যাটাই উপরে রয়েছে। এ সময়ে জেলাটিতে নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে করোনার হটস্পট বরিশালে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৬৩৩ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৭১ জনের।
এ সময়ে পটুয়াখালীতেও নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৪৫৫ জনে। মৃত্যু হয়েছে ৩৭ জনের। ভোলাতেও গত ৪৮ ঘন্টায় নতুন ৪ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪৫ জনে। মৃতের সংখ্যা ১৫ দিন আগের ৬ জনই রয়েছে। পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় নতুন কেউ করোনা সংক্রমণের শিকার হননি। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৪ জন। মারা গেছেন ২৪ জন। বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় নতুন কারো করোনা সংক্রমনের খবর ছিলনা। তবে জেলাটিতে এ পর্যন্ত মোট ৯১৮ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠিতে গত ৪৮ ঘন্টায় দুজন সহ এ পর্যন্ত সর্বমোট ৭১৬ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হলেও গত ১৫ দিনে কেউ মারা যাননি।
মঙ্গলবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ জন এবং আইসোলেশনে আরো ১১জন ছাড়াও আইসিইউতে আরো দুজন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।