ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

3:00 pm , October 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদের ৫৫০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবিতে নগরীতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের বিভাগীয় শাখার সভাপতি খতিব মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল মহানগর শাখার সভাপতি কাজী মাওলানা আ. মান্নান ও সাধারন সম্পাদক মাওলানা শামসুল আলম, বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমীন, সরকারি বিএম কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন ও সরকারি বরিশাল কলেজ মসজিদের ইমাম মাওলানা মুফতি বায়জীদ মাহমুদ সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদের ৫৫০জন ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের চাকুরী জাতীয়করণ, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন ও পরিমার্জন করে ইমাম-মুয়াজ্জিদের কল্যানার্থে একটি যুগপোযোগী নীতিমালা প্রনয়ন, সরকারি কলেজের মসজিদ তহবিলের জন্য ছাত্র প্রতি ৫০ টাকার পরিবর্তে ২শ টাকার করে আদায়ের পরিপত্র জারি, সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিনদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, সড়ক ও অগ্নি বা যে কোন দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য দেশি-বিদেশি অনুদান সংগ্রহের ৫শ কোটি টাকার তহবিল গঠনের দাবি জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT