ঝালকাঠিতে দুই দিনের মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন ঝালকাঠিতে দুই দিনের মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন - ajkerparibartan.com
ঝালকাঠিতে দুই দিনের মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন

3:14 pm , October 12, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ সারাদেশে ধর্ষণসহ নারীর প্রতি যে কোন প্রকার সহিংসতা রুখতে ঝালকাঠিতে শুরু হয়েছে ২ দিন ব??্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (১২,অক্টোবর) বিকেলে ঝালকাঠি অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে স্হানীয় সামাজিক সংগঠন লাল-সবুজ সোসাইটি ! প্রশিক্ষণে সহিংসতা বা হামলার হাত থেকে রক্ষা পেতে নারীদের বিশেষ করে বালিকাদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল সেখানো হয়! সেলফ ডিফেন্স ফর গার্লস নামে মার্শাল আর্টের কর্মশালায় দুই দিন (বরিবার-সোমবার) একই স্হানে এ কর্মশালা চলবে,বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত!
সামাজিক সংগঠন সবুজ সোসাইটির “অপরাজিত” প্রজেক্টের আওতায় মার্শাল আর্টের প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক ব্ল্যাক বেল্ট প্রাপ্ত তায়কোয়ন- দো খেলোয়ার আয়েশা সিদ্দিকা ! ৫৭ জন কিশোরী ও তরুণী এতে অংশ গ্রহণ করেন !

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT