3:14 pm , October 12, 2020
আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে গরু চোর চক্রের চার সদস্যকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। সোমবার বিকালে গ্রেফতারকৃত চারজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে জানাগেছে, আমতলী উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পুলিশের নজর ফাঁকি দিয়ে গরু চুরি করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের মো. খলিলুর রহমান হাওলাদারের একটি গাভীন গরুসহ তিনটি গরু চোর চক্র চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গরুর মালিক খলিলুর রহমান আমতলী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। খবর পেয়ে রবিবার বিকেলে আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কাউনিয়া থানার পুর্ব হরিনগর গ্রামের জাকির সিকদারের বাড়ীতে অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার ও একটি ট্রাক জব্দ করে। চোর চক্রের হোতা জাকিরের তথ্যমতে আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো. মজিবুর রহমান, আল-আমিন ও সেলিমকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ গ্রেফতারকৃত চার চোরকে সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিজ্ঞ বিচারক মো. সাকিব হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, চোর চক্রের হোতাসহ চার চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা কারাগাওে পাঠানো হয়েছে।