নাশকতা মামলায় গৌরনদী বিএনপির ২৭ নেতাকর্মী জেলে নাশকতা মামলায় গৌরনদী বিএনপির ২৭ নেতাকর্মী জেলে - ajkerparibartan.com
নাশকতা মামলায় গৌরনদী বিএনপির ২৭ নেতাকর্মী জেলে

3:05 pm , October 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নাশকতা মামলায় বরিশালের গৌরনদী উপজেলার ২৭ বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার বরিশালের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। আদালত সুত্র জানিয়েছে, মামলার আসামী বিএনপির নেতা-কর্মিরা আদালতে হাজির হয়নি। সোমবার ধার্য দিনে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। কিন্তু আবেদনে দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ার কোন কারন উল্লেখ করেননি। তাই আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জেলে যাওয়া নেতা কর্মিরা হলো-আবু ফকির, পান্নু সরদার, জাহাঙ্গীর মৃধা, রুহুল মিয়া, বিপ্লব মিয়া, আনিচ হাওলাদার, শাহাজাহান হাওলাদার, ইসকান্দার ফকির, দেলোয়ার সরদার, সুমন মৃধা, মালেক সরদার, গিয়াসউদ্দিন সিকদার, মাকসুদ মৃধা, হেমায়েত হাওলাদার, দেলোয়ার সরদার, বাসার প্যাদা, দেলোয়ার সরদার (৩), বশির মুন্সী, জামাল প্যাদা, রিপন হাওলাদার, হারুন হাওলাদার, এনায়েত হাওলাদার, সুমন মুন্সী, মিন্টু মৃধা, বাচ্চু প্যাদা, সান্টু সিকদার ও আব্বাস প্যাদা। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের প্রাককালে উপজেলার শরিকল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর রাত ১১টার দিকে সভা শেষ করে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আকন। পথিমধ্যে রাস্তা কেটে ও বোমা বিস্ফোরণ করে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ নভেম্বর গৌরনদী থানায় তিনি বাদি হয়ে ৫০ জন নামধারী ও অজ্ঞাত আরো অনেককে আসামী করে একটি মামলা দায়ের করে। চলতি বছরের ৩ জানুয়ারী ৫৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় গৌরনদী থানার এসআই আবুল বাসার। এ মামলা থেকে আগেই ১১ জন জামিনে রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT