চরফ্যাসনে বিশ্ব ডিম দিবস পালিত চরফ্যাসনে বিশ্ব ডিম দিবস পালিত - ajkerparibartan.com
চরফ্যাসনে বিশ্ব ডিম দিবস পালিত

2:54 pm , October 11, 2020

চরফ্যাসন প্রতিবেদক ॥ প্রতিদিন ডিম খাই -রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাসনে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রোববার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিম খানায় ডিম, কেক ও লিফলেট বিতরন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ উদ্যোগে এসব বিতরন করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সরকারি সকল স্বাস্থ্য বিধিমালা মেনে এবং যথাযথ সামাজিক দুরত্ব, শৃঙ্খলা বজায় রেখে আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এতিমখানা-হাফেজি মাদ্রাসায় ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র?্যালি, ডিম বিষয়ক রচনা প্রতিযোগিতা, সিদ্ধ ডিমের খোসা আলাদাকরণ প্রতিযোগিতা, ২৫০ এতিম-হাফেজি অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম, ডিম জাত পণ্য কেক ও ডিমের পুষ্টিগুণ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিএ এর নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান। এফডিএ প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতিমখানার পরিচালক মাওলানা মোসলেম উদ্দিন ও শিক্ষকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT