বানারীপাড়ায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন বানারীপাড়ায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
বানারীপাড়ায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

2:50 pm , October 11, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ ধর্ষণ, হত্যাসহ নারীর প্রতি সহিংসতা, নির্যাতনের দ্রুত বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববারবানারীপাড়া ভূমি অফিস চত্ত্বরে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরুল হুদা তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাকী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মো: মহসিন মিয়া, নাগরিক অধিকার দলের সভাপতি মো: রুহুল আমিন মাস্টার, তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের উদয়কাঠীর সম্পাদক তাসলিমা প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT