2:38 pm , October 11, 2020
হেলাল উদ্দিন ॥ মহামারী করোনা আক্রান্তের ৬ মাস অতিক্রম করেছে । এ ছয় মাসে বিভাগের ৬ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫১৯ জন। এদের মধ্যে ৯৩ ভাগ রোগী সুস্থ হয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে বিভাগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হবার প্রবনতা ছিলো খুবই কম। মাত্র ১৬ ভাগ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বিভাগে গত ছয় মাসে মৃত্যুবরন করেছেন ১৭৪ জন রোগী। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় প্রথম স্থানে রয়েছে বরিশাল জেলা। গত ৯ এপ্রিল পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে।
বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্য্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে। তথ্য বিশ্লেষন ও পরিসংখ্যানে দেখা গেছে বরিশাল বিভাগের ৬ জেলায় এখন পর্যন্ত সর্ব মোট ৮ হাজার ৫১৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৯২৭ জন। ৩ হাজার ৩৪৭ জন আক্রান্তের হয়ে বরিশাল জেলা প্রথম স্থানে রয়েছে। এ জেলায় মৃত্যুর সংখ্যা ৭১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮২ জন আর মৃত্যুবরন করেছে ৩৭ জন। অন্যান্য জেলাগুলোর মধ্যে পিরোজপুর জেলায় ১ হাজার জন বরগুনা জেলায় ৮৯২ জন ভোলা জেলায় ৬৯০ জন এবং ঝালকাঠি জেলায় ৬১৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যায় সবার নিচে অবস্থান ভোলা জেলার। এ জেলায় মাত্র ৬ জন করোনা রোগী মৃত্যুবরন করেছেন। এছাড়া পিরোজপুর জেলায় ২৪ জন, বরগুনা জেলায় ২০ জন এবং ঝালকাঠি জেলায় ১৬ জন মৃত্যুবরন করেছে।
পরিসংখ্যানে আরো দেখা গেছে, বিভাগে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫০৪ জন কোয়ারেন্টাইনে ছিলেন। যার মধ্যে ২৯ হাজার ৬৩ জন হোম কোয়ারিন্টাইনে এবং প্রতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে ছিলেন ৮ হাজার ৪৪১ জন।
গত ৬ মাসের পরিসংখ্যান নিয়ে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় সহকারী পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন দেশের অন্যান্য বিভাগের সাথে তুলনা করলে বরিশালে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনেই ছিলো। চিকিৎসকরা সব সময়ই রোগীদের চিকিৎসার বিষয়ে আন্তরিক ছিলেন। যে কারনে চিকিৎসা অবহেলার কোন ঘটনা ঘটেনি। ভব্যিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।