হিজলায় সাত জেলের এক বছর করে কারাদন্ড হিজলায় সাত জেলের এক বছর করে কারাদন্ড - ajkerparibartan.com
হিজলায় সাত জেলের এক বছর করে কারাদন্ড

3:09 pm , October 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীতে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে বরিশালের হিজলা উপজেলার সাত জেলেকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এ কারাদন্ড দেন। দন্ডিতরা হলো- খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার। তাদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
হিজলা নৌ পুলিশের ওসি মো. বেল্লাল হোসেন জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার মেঘনা নদীতে অভিযান করা হয়। অভিযানের সময় মেঘনা নদীতে অবৈধ উপায়ে মাছ শিকাররত ৭ জেলেকে আটক করা হয়। রাতে অভিযান শেষে প্রত্যেকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT