3:09 pm , October 10, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ মেঘনা নদীতে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে বরিশালের হিজলা উপজেলার সাত জেলেকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এ কারাদন্ড দেন। দন্ডিতরা হলো- খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার। তাদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
হিজলা নৌ পুলিশের ওসি মো. বেল্লাল হোসেন জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার মেঘনা নদীতে অভিযান করা হয়। অভিযানের সময় মেঘনা নদীতে অবৈধ উপায়ে মাছ শিকাররত ৭ জেলেকে আটক করা হয়। রাতে অভিযান শেষে প্রত্যেকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।