2:58 pm , October 10, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নোয়াখালী, খাগড়াছড়ি, সাভার, সিলেটসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন বর্বর নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে নগরীতে বাংলাদেশ শিল্প উদীচী শিল্পগোষ্ঠী, জাতীয় যুব সংহতি, সুশাসনের জন্য নাগরীক (সুজন) ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে সমাবেশ, মানববন্ধন ও সড়কে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সদর রোডে এসব কর্মসুচী পালন করা হয়। উদীচির সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, নাজমুল হক আকাশ,কবিতা পরিষদ সভাপতি আজমল হোসেন লাবু, সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি কাজী এনায়েত হোসেন শিপলু, স্বেহাংশ বিশ্বাষ, এ্যাড, বিশ্ব নাথ দাস মুন্সি,রনজিৎ দত্ত, এ্যাড, হিরন কুমার দাস মিঠু, মুরাদ আহমেদ, অধ্যাপক দুলাল মজুমদার, ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ। এর পর একই স্থানে জাতীয় যুব সংহতি জেলা ও মহানগর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। জেলা সভাপতি এ্যাড, এনায়েতুর রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর জাপার সভাপতি এ্যাড, একেএম মর্তুজা আবেদিন, কেন্দ্রীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফা, মহানগর যুব সংহতির আহবায়ক শেখ আনোয়ার হোসেন, সদস্য সচিব মনির মিরা, আলি হোসেন, কাজল সিকদার, আশিকুর রহমান।অপরদিকে হোটেল গুলবাগ চত্বরে মানববন্ধন করে সু শাসনের জন্য নাগরিক’র (সুজন) জেলা সভাপতি মু,আঃ মোতালেব হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এ্যাড, হিরন কুমার দাস মিঠু, অধ্যাপক লুৎফে আলম, মেহের আফরোজ মিতা, নাঈম হোসেন খান।এছাড়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে সদর রোডে এসে তারা সড়কে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।