3:26 pm , October 9, 2020
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের এবার পঞ্চাশোর্ধ পুরুষ কর্তৃক তৃতীয় শ্রেণি পড়–য়া ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শিশু ভিক্টিমের মা বাদি হয়ে একজনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন। বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ আইচা থানার চরমনিকা ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামের গণস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন বৃদ্ধা রওশনারা বেগমের শুন্য বাড়িতে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ অভিযুক্ত মো. তাহের বেপারী(৫৫)কে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারকৃত মো. তাহের একই গ্রামের মৃতঃ মন্নান বেপারীর ছেলে। ওই মামলায় ধর্ষণের চেষ্টাকারী তাহেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।
দক্ষিণ আইচা থানা সূত্রে জানাযায়, ভিক্টিম ও অভিযুক্ত মো. তাহের বেপারীর শিশুকন্যা একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। বৃহষ্পতিবার দুপুরে ভিক্টিম সহপাঠীর সাথে খেলা করতে নিকটতম প্রতিবেশী তাহেরের বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাহের ভিক্টিমকে ফুসলিয়ে তার(তাহের) ও ভিক্টিমের বাড়ির মধ্যবর্তী বৃদ্ধা রওশন আরার শুন্যবাড়িতে নিয়ে যান। বৃদ্ধা রওশন আরা মেয়ের বাড়িতে বেড়াতে যান এবং তার শুন্যঘরের দরজার তালার একটি চাবি মো. তাহেরকে দিয়ে যান। তাহের এই সুযোগে শিশুটিকে ওই ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্ত ঘটনাটি আচঁ করতে পেরে তাহেরের স্ত্রী সেখানে ছুঁটে যান এবং ভিক্টিমকে নগ্ন অবস্থায় উদ্ধার করেন। ঘটনাটি জানতে পেয়ে ভিক্টিমের মা দক্ষিণ আইচা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষণচেষ্টাকারী তাহেরকে আটক করেন। গতকাল শুক্রবার ভিক্টিমের মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাহের বেপরীকে গ্রেফতার দেখিয়ে চরফ্যাসন আদালতে সোপর্দ করেন।