3:25 pm , October 9, 2020
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির রামচন্দ্রপুর ইউনিয়নে অর্থ আত্মসাৎ ও যৌন কেলেংকারীর অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা দায়ের হয়েছে। ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ১৩ অক্টোবর ৯(৪) (খ) ধারার মামলা সূত্রে জানা গেছে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাওরাকাঠি গ্রামের আ: রশিদ হাওলাদরের কন্যা মোসা: রেশমা বেগম(৩০) এর সাথে পাশ্ববর্তী হোসেনপুর গ্রামের মৃত আ: বারেক হাওলাদারের পুত্র মো: মামুন হাওলাদরের সাথে বিবাহ হয় এবং তাদের পরিবারে ২টি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু তাদের বৈবাহিক জীবনের শেষের দিকে নানা কারণে অশান্তি সৃষ্টি হয়। ভুক্তভোগী রেশমা প্রায ৫ বছর প্রবাস যাপন শেষে বাড়ী ফিরলে নানা কৌশলে তার স্বামী মামুন হাওলাদার নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩ লক্ষ ২৪ হাজার টাকার স্বর্ণ অলংকার নিয়ে পালাইয়া যায়। এছাড়া স্বামী মামুন কর্তৃক তার ঔরসজাত ছোট কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন স্ত্রী রেশমা। এসকল ঘটনা কাউকে জানালে মামুন হাওলাদার তাদেরকে প্রাণের নাশের হুমকি দেয় বলে রেশমা ও তার ২ মেয়ে সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এসএম শাহজাহান মুঠোফোনে সাংবাদিকদের জানান, “ এ বিষয়ে বিস্তারিত ঘটনা না জানলেও অভিযুক্ত মামুনে হাওলাদারের চরিত্র ভাল নয় বলে জানি।”
১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, “ভুক্তভোগী রেশমা আমার কাছে এ বিষয়ে অভিযোগ নিয়ে এসেছিল। আমি অভিযুক্ত মামুনকে নোটিশ করে হাজির করতে পারি নাই। সে বর্তমানে এলাকায় নাই। তবে রেশমার অভিযোগের সত্যতা আছে বলে আমি মনে করি।” ভুক্তভোগী রেশমা বলেন, আমি এ দু:খজনক ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা করেছি। যার মামলা নং-১২১/২০২০। আমি সংশ্লিষ্ট বিচারক ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।