1:17 pm , October 8, 2020
পরিবর্তন ডেস্ক ॥ আগৈলঝাড়া গৈলা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল সরদার এর মাতা মোসাঃ রাবেয়া বেগম (৭০) বার্ধক্য জনিত কারণে বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিললাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মুড়িহার গ্রামে নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। রাবেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহবুবুল ইসলাম (মাহবুব), যুবদল উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন ভুইয়া স্বপন, সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম টিটন, যুবদল নেতা শাহ মোঃ বক্তিয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক ফকির, কাজী মেটিকুল ইসলাম সেলিম, ছাত্রদল সভাপতি মোঃ শামসুল হক খোকন, সাধারন সম্পাদক মোঃ হেমায়েত তালুকদার, যুবদল নেতা শোভন রহমান মনির মোল্লাসহ বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।