গৌরনদীতে পুলিশ ক্যাম্পের সামনের দোকানে চুরি গৌরনদীতে পুলিশ ক্যাম্পের সামনের দোকানে চুরি - ajkerparibartan.com
গৌরনদীতে পুলিশ ক্যাম্পের সামনের দোকানে চুরি

1:15 pm , October 8, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ফাঁড়ির অতি নিকটে থাকা একটি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশের সদস্যরা। দোকান মালিক আব্দুর রাজ্জাক তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে দোকানে গিয়ে টিনের বেড়া ভাঙ্গা দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে অবহিত করেন। তিনি আরও জানান, তার দোকান থেকে পঞ্চাশ হাজার টাকার সিগারেট নিয়ে গেছে চোরেরা। পুলিশ ফাঁড়ির অতি নিকটে থাকা তার দোকানটি রাতের আধারে চুরি হওয়ায় ক্যাম্প পুলিশের পেশাদারিত্ব নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT