ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ১৪ অক্টোবর ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ১৪ অক্টোবর - ajkerparibartan.com
ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ১৪ অক্টোবর

1:05 pm , October 8, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বরিশাল মৎস্য ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় বক্তারা বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুম। এই মৌসুমে যাতে কেউ ইলিশ শিকার না করে সে জন্য লিফলেট, মাইকিং সহ নানা প্রচারণা চালানো হচ্ছে। আইন অমান্য করে যারা ইলিশ শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা ইলিশ যদি এই মৌসুমে নদীতে ডিম না ছাড়তে পারে তাহলে ইলিশ সংকট দেখা দেবে দেশজুড়ে। এদিকে জানা গেছে ২২ দিন ধরে ইলিশ শিকার বন্ধ থাকায় জেলেদের সহায়তার উদ্যেগ নিয়েছে সরকার। বরিশাল বিভাগে ২ লাখ ৮৩ হাজার ৫শ জেলেকে এই সহায়তা প্রদান করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT