ভোলায় নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ ভোলায় নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ - ajkerparibartan.com
ভোলায় নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ

2:53 pm , October 7, 2020

ভোলা অফিস ॥ সারাদেশে গণধর্ষন,খুনসহ নারী-নির্যাতনের প্রতিবাদে ডাকা মানববন্ধন করতে দেয়নি পুলিশ। অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন সংগঠনটির আহবায়ক আসিফ আলতাফকে। গতকাল বুধবার সকাল ১০টায় ভোলা শহরের জাতীয়বন্ধু পরিষদ এর সামনে নারী ও শিশু অধিকার ফোরাম ভোলা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করেছিলো। সংগঠনের আহবায়ক শিল্পি আসিফ আলতাফ অভিযোগ করেন, সকাল ৭টায় তার বাসায় তাকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। এছাড়া মানববন্ধন স্থানটিও পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘেরাও করে রাখার কারনে মানববন্ধন করতে পারেননি। এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনিসহ সংগঠনের যুগ্ন-আহবায়ক সাজেদা খানম ও সদস্য সচিত পিযুষ কান্তি রায়সহ সকল সদস্যরা।
সদর মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন বলেন, সংগঠনটি আগ থেকে কোন অনুমতি নেয়নি বলেই তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT