2:46 pm , October 6, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার। মঙ্গলবার দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (উত্তর) খায়রুল আলম, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলী খান এবং সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু প্রমূখ।
সভা শেষে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিভিন্ন পরিবহন বাস ও যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন। এ সময় তিনি পরিবহন শ্রমিক সহ সাধারন যাত্রীদের করোনা থেকে রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।