ক্যান্সার হাসপাতাল নির্মান কাজ শুরু নভেম্বরে ক্যান্সার হাসপাতাল নির্মান কাজ শুরু নভেম্বরে - ajkerparibartan.com
ক্যান্সার হাসপাতাল নির্মান কাজ শুরু নভেম্বরে

2:44 pm , October 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আগামী নভেম্বর থেকে এ হাসপাতালের নির্মান কাজ শুরু হবে। হাসপাতালটি নির্মান হলে এ অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে না। গনপূর্ত বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, শেবাচিম হাসপাতালের কর্মচারীদের কোয়ার্টারের পেছনের নির্ধারিত স্থানে ক্যান্সার হাসপাতালের ভবন নির্মিত হবে। গত ২৯ জুলাই ভবন নির্মানের দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান চুড়ান্ত হয়েছে। স্থানীয় মন্ত্রীর মাধ্যমে নির্মান কাজের উদ্বোধন করা হবে। আশাকরা হচ্ছে নভেম্বর মাস থেকেই ভবনটির নির্মাণ কাজ শুরু হবে। গনপূর্তের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা জানান, ১৭ তলার ফাউন্ডেশনে ১৫ তলা বিশিষ্ট হবে ক্যান্সার হাসপাতাল ভবন। চিকিৎসার জন্য ১শ’ শয্যা থাকবে। ১৫তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতালের ভবন নির্মানের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৯ কোটি টাকা। এই হাসপাতালে কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরও বেশ কয়েকটি বিভাগ থাকবে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় ১শ’ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT