2:40 pm , October 6, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান পাশ করার দাবীতে নগরী উত্তাল হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন কলেজের সাধারন শিক্ষার্থী, সামাজিক প্রতিরোধ কমিটি, বাসদ ও বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ডাকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে বিভিন্ন বানী লেখা সংবলিত প্লেকার্ড বুকে ঝুলিয়ে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে। সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান তুর্যসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী মেসকাত, নাসির নাফিজ, লুনা, শিফা ও আজমুন প্রমুখ।
অন্যদিকে একইস্থানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মহিলা পরিষদ সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন সদস্য, মহিলা আইনজীবী সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে ধর্ষনকারীদের কঠোর শাস্তি দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ নিশ্চিত করার দাবী জানান। বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানি চক্রবতী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, এ্যাড, শাহিদা তালুকদার, রফিকুল আলম, রনজিৎ দত্ত, কাজী এনায়েত হোসেন শিপলু, জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার, (ববি) শিক্ষক রহিমা নাসরিন, জেসমিন আক্তার ও সম্পা দাশ প্রমুখ।
অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আতাইল ইসলাম, আবু সাঈদ মুসা, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম। পরে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এস শেষ করে। এদিকে বাসদও একই স্থানে মানববন্ধন কর্মসূচী পালন করে।