3:17 pm , October 5, 2020
শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে নগরীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ শিক্ষক কর্মচরী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি বের করা হয়। নগরীর আগরপুর রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান), বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন), ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের ও মাদ্রাসা শিক্ষক সমিতির সকল পর্যায়ের অসংখ্য নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহন করে। র্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস)’র বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বাংলাদেশ শিক্ষক কর্মচরী সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগের সম্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। র্যালি শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব (তৃতীয় তলায়) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষা ক্ষেত্রে পাহাড় সমান বৈষম্য বিরাজমান। আর এ বৈষম্য নিরসনের একমাত্র উপায় হচ্ছে শিক্ষা জাতীয়করণ করা। তাই বর্তমান সরকারের কাছে একটাই দাবী মুজিব শতবর্ষকে স্মরনীয় করে রাখতে একযোগে শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিন।” সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মো: জলিলুর রহমান।সভায় করোনা মহামারীতে মারা যাওয়া শিক্ষক কর্মচারীসহ সকলের জন্য শোক প্রস্তাব গ্রহন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লিখিত প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)- এর নেতা অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার। আলোচনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর কেন্দ্রীয় কমিটির বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, বিভাগীয় কমিটির অন্যতম সদস্য মো: রফিকুল ইসলাম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর বিভাগীয় নেতা অধ্যক্ষ আ, ক, ম, মিজানুর রহমান, অধ্যাপক রেবা খানম, বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান)-এর বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীন শিক্ষক নেতা মোজাম্মেল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক সঞ্চয় কুমার খান, বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন)-এর সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়া শাহীন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বরিশাল বিভাগীয় কমিটির যুগ্মআহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন।