3:15 pm , October 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা একাধিকবার নির্বাচিত কেন্দ্রীয় সাধারন সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার রাতে তাঁর ফেসবুকে বিবৃতি দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর জানান, গত কয়েক দিন ধরে জ্বর ছিল। এরই প্রেক্ষিতে করোনা সন্দেহে পরীক্ষার জন্য শনিবার স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতালে পরিক্ষার জন্য নমুনা জমা দেন তিনি। রবিবার রাতে রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে।
বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিজের শারিরিক সুস্থতা চেয়ে সকল শুভাকাঙ্খি সাংবাদিক ও আত্মীয় স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।