3:11 pm , October 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক পরিবর্তনে সংবাদ প্রকাশ অতঃপর পুলিশের অভিযান, অবশেষে বরিশাল নগরীতে বন্ধ হয়েছে গ্যাস চালিত সিএনজি ও অটোরিক্সা থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়। গতকাল সোমবার নগরীর কোন পয়েন্ট থেকেই চাঁদা আদায়ের খবর পাওয়া যায়নি। এদিকে রবিবার রাতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে আটক চাঁদা উত্তোলনকারী কবির কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট এমরান বাদী হয়ে কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে চাঁদাবাজ হিসাবে গ্রেফতার দেখায় পুলিশ। কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত এ আর মুকুল বলেন পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই চাঁদা উত্তোলণকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবির নামে একজন কে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়। তিনি বলেন যে সংগঠনের নামে চাঁদা উত্তোলণ করা হত কাগজপত্র দেখে তা অবৈধ বলে প্রতীয়মান হয়েছে। যে কারনে ওই সংগঠনের ব্যানারে চাঁদা উত্তোলন করলে তা চাঁদাবাজী বলেই গন্য হবে। যা একটি ফৌজধারী অপরাধ। অন্যান্য চাঁদাবাজদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া গতকাল চাঁদা আদায় বন্ধের দাবিতে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে নগরীর গ্যাস চালিত সিএনজি চালকরা।
প্রসঙ্গত,নগরীর লঞ্চঘাট,রুপাতলী ও নথুল্লাবাদ এলাকায় শ্রমিক ইউনিয়নের নামে নগরীর দীর্ঘ বছর ধরে অটোরিক্সা, মাহিন্দ্রা থেকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা উত্তোলণ করে আসছিলো দুটি শ্রমিক সংগঠন।